অ্যাকসেসিবিলিটি লিংক

আসিয়ান ও বিমসটেক-এর অনুষ্ঠানে যোগ দিতে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড যাচ্ছেন আব্দুল মোমেন


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

আসিয়ান আঞ্চলিক ফোরাম এবং বিমসটেক আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে যোগ দিতে, ১২ থেকে ১৭ জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তা ও থাইল্যান্ডের ব্যাংকক সফর করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। আব্দুল মোমেনের মঙ্গলবার (১১ জুলাই) রাতেই জাকার্তার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ড. মোমেন জাকার্তায় আসিয়ান আঞ্চলিক ফোরামে যোগ দেবেন। এরপর তিনি ১৭ জুলাই ব্যাংককে আঞ্চলিক ইস্যুতে মতবিনিময়ের জন্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫ বছরের পুরোনো সংস্থাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

চলতি বছরের শেষের দিকে, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের ব্যাংককে ২০২৩ সালের নভেম্বরে, ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এতে সভাপতিত্ব করবে। আগামী ১৮ জুলাই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের দেশে ফেরার কথা রয়েছে।

XS
SM
MD
LG