অ্যাকসেসিবিলিটি লিংক

জুলাই মাসে ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ


জুলাই মাসে ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ
জুলাই মাসে ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ

অর্থবছরের প্রথম মাসে (জুলাই), প্রবাসীদের কাছ থেকে বাংলাদেশ রেমিট্যান্স পেয়েছে ১৯৭ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত অর্থবছরের জুন মাসে বাংলাদেশ রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ডলার। সেই হিসাব মতে, জুলাই মাসে রেমিট্যান্স কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কমে গেলেও, অন্যান্য মাসের তুলনায় তা ভালো। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সারোয়ার হোসেন বলেন, “ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা জুন মাসে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন।”

বাংলাদেশের প্রবাসীরা গত অর্থবছরে (জুন-জুলাই) ২১৬১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিলো ২১০৩ কোটি ডলার।

XS
SM
MD
LG