অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য, মসজিদ হিসাবে মানতেই নারাজ


ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য, মসজিদ হিসাবে মানতেই নারাজ
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য, মসজিদ হিসাবে মানতেই নারাজ

ভারতের উত্তর প্রদেশে বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে মামলা চলছে। তার মাঝেই এক বিতর্কিত মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার ৩১ জুলাই তিনি বলেন, "জ্ঞানবাপী আদৌ কোনও মসজিদ নয়। মসজিদে কি ত্রিশূল থাকে, দেবতার মূর্তি থাকে? জ্ঞানবাপীতে সেগুলি কোথা থেকে এল? নিশ্চয়ই হিন্দুরা সেগুলি রাখেনি।" তাঁর কথায়, "জ্ঞানবাপীকে মসজিদ বলাতেই যত বিবাদ।"

প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদ কবে তৈরি হয়েছিল, সেটি অন্য কোনও নির্মাণ ভেঙে তৈরি হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে ভারতীয় পূরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআইকে জরিপের নির্দেশ দিয়েছিল বারাণসী জেলা আদালত। সুপ্রিম কোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ৩ অগাস্ট পর্যন্ত জরিপের উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। ৩ অগাস্ট এলাহাবাদ হাইকোর্ট জানাবে জরিপের আদেশ বহাল থাকবে কি না।

এই মামলার মাঝেই সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জ্ঞানবাপী সংক্রান্ত মন্তব্য নয়া বিতর্ক তৈরি করল বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, "বিবাদ মীমাংসায় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। তবে তার আগে মুসলিম পক্ষকে ঐতিহাসিক ভুলের কথা স্বীকার করতে হবে।" উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য ঐতিহাসিক ভুলের কথা বিবেচনায় রেখে মুসলিম পক্ষের উচিত বিতর্কের মীমাংসায় আগে এগিয়ে আসা।

প্রসঙ্গত, হিন্দু পক্ষের দাবি, কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে ঔরঙ্গজেব জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদ চত্বরে তার প্রমাণ আজও আছে। মসজিদ লাগোয়া দেওয়ালে খোদাই করা রয়েছে হিন্দু দেব-দেবীর মুখ।

আদালতের নির্দেশে হওয়া আগের জরিপের সময় একটি পাথর খণ্ড উদ্ধার হয়। হিন্দু পক্ষের দাবি সেটি একটি শিবলিঙ্গ। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য এই ভাবনাকে আরও উসকে দেবে বলেই মত পর্যবেক্ষকদের।

XS
SM
MD
LG