অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ ভারতের কেরলে রাজ্য সরকারের উদ্যোগ: রূপান্তরকামী ও কুইয়ার সম্প্রদায়ের জন্য লিঙ্গনিরপেক্ষ হাসপাতাল


দক্ষিণ ভারতের কেরলে রাজ্য সরকারের উদ্যোগ: রূপান্তরকামী ও কুইয়ার সম্প্রদায়ের জন্য লিঙ্গনিরপেক্ষ হাসপাতাল
দক্ষিণ ভারতের কেরলে রাজ্য সরকারের উদ্যোগ: রূপান্তরকামী ও কুইয়ার সম্প্রদায়ের জন্য লিঙ্গনিরপেক্ষ হাসপাতাল

ভারতের দক্ষিণের রাজ্য কেরল। দেশের মধ্যে এই রাজ্যেই প্রথম রূপান্তরকামী এবং কুইয়ার গোষ্ঠীর মানুষদের জন্য লিঙ্গনিরপেক্ষ হাসপাতাল খোলার কথা ভাবছে পিনারাই বিজয়নের মুখ্যমন্ত্রীত্বে সে রাজ্যের সরকার।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ একথা ঘোষণা করেছেন। "এই সরকার প্রকৃত অর্থে রূপান্তরকামী সম্প্রদায়ের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। চিকিৎসা এবং শুশ্রূষাক্ষেত্রে এই প্রথম রূপান্তরকামীদের জন্য সংরক্ষণের কথা ভাবছি আমরা," জানিয়েছেন তিনি।

এই উদ্যোগটি চারটি জেলা জুড়ে চালু করা হবে - তিরুবনন্তপুরম, এর্নাকুলাম, ত্রিশুর এবং কোঝিকোড়। এই জেলাগুলির স্বাস্থ্যকর্মীদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এ ব্যাপারে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই উদ্যোগটি ধীরে ধীরে কেরলের সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে চালু করার লক্ষ্য রয়েছে তাদের।

উল্লিখিত জেলাগুলিতে ইতিমধ্যেই এই নতুন উদ্যোগকে সফল করতে ট্রান্সজেন্ডার কমিউনিটি লিংক ওয়ার্কার প্রজেক্ট শুরু করা হয়েছে। এই প্রকল্পের কর্মীরা রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষ এবং স্বাস্থ্য পরিষেবার মধ্যে যে ফাঁক আছে তা পূরণ করার চেষ্টা করবেন। সমাজে রূপান্তরকামীরা যে বিভিন্ন রকমের বৈষম্য এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হন, তা দূর করে তাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সেতু হিসেবে কাজ করবেন ট্রান্সজেন্ডার কমিউনিটি লিংক ওয়ার্কার-রা।

বিশেষজ্ঞদের মতে, ‘কুইয়ার-ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ’ বাস্তবায়নের মাধ্যমে কেরালা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার চেষ্টা করছে। এই উদ্যোগ যে শুধুই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের চেষ্টা করে, তা নয়। বরং তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামী এবং কুইয়ার সম্প্রদায়ভুক্ত মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে এই পদক্ষেপ একটি মাইলফলক হয়ে থাকবে, এমনটাই মত তাদের।

XS
SM
MD
LG