অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিবিদ দেশটির সামরিক নেতাদের সাথে আলোচনার জন্য নিজার সফর করেছেন


নিজারের ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অফ দ্য হোমল্যান্ড (সিএনএসপি) কর্নেল-মেজর আমাদু আব্দ্রামানে (ডান থেকে মাঝে) এবং জেনারেল মোহাম্মদ তোম্বা (বাম থেকে মাঝে) নিয়ামে স্টেড জেনারেল সেনি কাউন্টচে পৌঁছানোর পর সমর্থকরা তাদের স্বাগত জানাচ্ছেন। ৬ আগস্ট, ২০২৩।
নিজারের ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অফ দ্য হোমল্যান্ড (সিএনএসপি) কর্নেল-মেজর আমাদু আব্দ্রামানে (ডান থেকে মাঝে) এবং জেনারেল মোহাম্মদ তোম্বা (বাম থেকে মাঝে) নিয়ামে স্টেড জেনারেল সেনি কাউন্টচে পৌঁছানোর পর সমর্থকরা তাদের স্বাগত জানাচ্ছেন। ৬ আগস্ট, ২০২৩।

পশ্চিম আফ্রিকার দেশ নিজারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য দেশটির নতুন সামরিক শাসকদের প্রতি আহ্বান জানাতে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কূটনৈতিক কর্মকর্তা নিজার সফর করেছেন।

নিজারের সামরিক বাহিনীকে পিছু হটার জন্য রবিবার ইকোয়াসের বেঁধে দেয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে সেখানকার সামরিক নেতারা দেশকে রক্ষা করার অঙ্গীকার প্রকাশ করেছেন এবং নিজারের আকাশসীমা বন্ধ করে দিয়েছেন।

এছাড়াও সোমবার প্রতিবেশী মালি বলেছে, এটি এবং বুরকিনা ফাসো সামরিক শাসকদের প্রতি সমর্থন জানানোর জন্য নিজারে কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাঠাবে।

উভয় দেশই সাম্প্রতিক বছরগুলোতে সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে। তারা বলেছে, নিজারে সামরিক হস্তক্ষেপ যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে।

জাতিসংঘের একজন মুখপাত্র জানান, সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তার “ইকোওয়াসের চলমান মধ্যস্থতা প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন” পুনর্ব্যক্ত করেছেন এবং বাজুমের অব্যাহত আটক ও নিজারে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারে এখন পর্যন্ত ব্যর্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জাতিসংঘের প্রতিক্রিয়া ছাড়াও আফ্রিকান ইউনিয়ন এবং পশ্চিমা সরকারগুলো এই অভ্যুত্থানের ব্যাপক নিন্দা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বাজুমের অবিলম্বে মুক্তির জন্য আহ্বান জানিয়ে বলেছেন, নিজার “ তার গণতন্ত্রের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি।”

নিজার বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। আফ্রিকাতে সর্বোচ্চ জন্মহার এই দেশের। দেশটি বিদেশী সহায়তার ওপর অনেক বেশি নির্ভর করে।

বাজুম ২৬ জুলাই থেকে তার পরিবারের সাথে গৃহবন্দি রয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের একটি কলামে নিজেকে তিনি “জিম্মি” হিসেবে অভিহিত করেছিলেন এবং সতর্ক করেন যে, বিদ্রোহ সফল হলে “এটি আমাদের দেশ, আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।”

হোয়াইট হাউজে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আনিটা পাওয়েল এবং জাতিসংঘের সংবাদদাতা মার্গারিট বাশির এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG