অ্যাকসেসিবিলিটি লিংক

ড. ইউনূসসহ ৩ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা চলবে: আপিল বিভাগ


বাংলাদেশী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। (ফাইল ছবি)
বাংলাদেশী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। (ফাইল ছবি)

শ্রম আইন লঙ্ঘনের মামলায়, গ্রামীণ কমিউনিকেশন্স-এর চেয়ারম্যান, নোবেল বিজয়ী ও ড. মুহাম্মদ ইউনূস-সহ তিনজনের করা আবেদন খারিজ করে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিচার কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ৭ বিচারপতির সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে এই মামলা দায়ের করেন। মামলার অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন; গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মো. শাহজাহান।

মামলার এজাহারে বলা হয়, গ্রামীণ টেলিকম পরিদর্শনে গিয়ে অধিদপ্তরের পরিদর্শকরা দেখতে পান, ১০১ জন শ্রমিক-কর্মচারীর স্থায়ী হওয়ার কথা ছিলো, তাদের তা করা হয়নি। তাদের জন্য কোনো অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি এবং কোম্পানির মুনাফার পাঁচ শতাংশ আইন অনুসরণ করে শ্রমিকদের দেয়া হয়নি।

পরে গত ৭ ডিসেম্বর প্রফেসর ইউনূস মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। ১২ ডিসেম্বর হাইকোর্ট ছয় মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন। চলতি বছরের ৬ জুন অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে বিচারের আদেশ দেন শ্রম আদালত।

পরে ড. ইউনূস অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আবার হাইকোর্টে রিট করেন। এর পর, গত ৮ আগস্ট হাইকোর্ট আবেদন খারিজ করে দেন। রবিবার (২০ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানি শেষে আবেদন নিষ্পত্তি করেন এবং বিচার অব্যাহত রাখার আদেশ দেন।

XS
SM
MD
LG