অ্যাকসেসিবিলিটি লিংক

কামালা হ্যারিসকে আসিয়ান সম্মেলনে পাঠিয়ে জি–২০ সম্মেলনে যোগ দিচ্ছেন বাইডেন


২০১৪ সালের ১৪ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ ঘোষণা করেছে, বাইডেন আগামী মাসে ভারতের নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ফাইল ছবি।
২০১৪ সালের ১৪ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ ঘোষণা করেছে, বাইডেন আগামী মাসে ভারতের নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ফাইল ছবি।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসয়িান শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সেই সময় ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। আসিয়ান শীর্ষ সম্মেলন তিনি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে পাঠাচ্ছেন। হোয়াইট হাউঝ মঙ্গলবার (২২ অগাস্ট) এ ঘোষণা দিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রতি গুরুত্ব প্রদানের প্রমাণ হিসেবে বাইডেন আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর ভারতে থাকবেন। বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের নেতাদের বার্ষিক সম্মেলনের দুই দিন আগে ভারতে আসছেন তিনি।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এ জোটের দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর, ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব প্রশমিত করা এবং বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধিসহ বৈশ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান সংবাদদাতাদের বলেন, নয়া দিল্লিতে অবস্থানকালে বাইডেন ২০২৬ সালের জি-২০ সম্মেলনের আয়োজনসহ অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম হিসেবে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।

গত মাসে যুক্তরাষ্ট্র ও আসিয়ানের মধ্যে উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অংশ নিয়েছিলেন।পূর্ব এশিয়ার এই শীর্ষ সম্মেলন একটি আঞ্চলিক ফোরাম যা আসিয়ান প্রতিবছর আয়োজন করে থাকে। এর অংশীদাররা হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া।

তখন এই সমালোচনা হয়, বৈঠকে ব্যক্তিগতভাবে অংশ না নিয়ে বাইডেন এই ধারণা তৈরি করেছেন যে, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চীনের কাছে প্রভাব হস্তান্তর করছে। সালিভান অবশ্য এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। গত মে মাসে ঋণের সীমা নিয়ে অভ্যন্তরীণ সমালোচনার কারণে পাপুয়া নিউগিনিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম সফর বাতিল করতে বাধ্য হন তিনি।

XS
SM
MD
LG