অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মহারাষ্ট্রের ঠানেতে নির্মীয়মাণ বহুতলে লিফট ভেঙে মৃত্যু ৬ নির্মাণকর্মীর


প্রতিদিনের মতোই নিয়মমাফিক কাজ সেরে লিফটে চেপে নিচে নামছিলেন নির্মাণকর্মীরা। সেই সময়ে লিফটের ভিতরে ছিলেন ৬ জন। আচমকা কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড় করে ভেঙে পড়ে লিফটটি। লিফটের ভিতরে থাকা ওই ৬ কর্মীর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়।
প্রতিদিনের মতোই নিয়মমাফিক কাজ সেরে লিফটে চেপে নিচে নামছিলেন নির্মাণকর্মীরা। সেই সময়ে লিফটের ভিতরে ছিলেন ৬ জন। আচমকা কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড় করে ভেঙে পড়ে লিফটটি। লিফটের ভিতরে থাকা ওই ৬ কর্মীর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়।

রবিবার ১০ অগাস্ট সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে ভারতের মহারাষ্ট্রের ঠানেতে। একটি নির্মীয়মাণ বহুতলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লিফট। সেই সময়ে ওই লিফটে করে নামছিলেন ৬ জন নির্মাণ কর্মী। লিফট চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৬ কর্মীর।

সংবাদ সূত্রে জানা গেছে, ঠানের গোধবুন্দার রোডে ৪০ তলার একটি বহুতল নির্মাণের কাজ চলছিল। প্রায় শেষের পথে ছিল ওই বহুতল নির্মাণের কাজ। জলছাদ করা হচ্ছিল বহুতলটিতে। প্রতিদিনের মতোই নিয়মমাফিক কাজ সেরে লিফটে চেপে নিচে নামছিলেন নির্মাণকর্মীরা। সেই সময়ে লিফটের ভিতরে ছিলেন ৬ জন। আচমকা কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড় করে ভেঙে পড়ে লিফটটি। লিফটের ভিতরে থাকা ওই ৬ কর্মীর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়।

সেখানে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। মৃত ৬ জনের পাশাপাশি আরও এক গুরুতর আহত ব্যক্তির সন্ধান মিলেছে। তাকে পাঠানো হয়েছে হাসপাতালে। পুলিশের অনুমান, লিফটের তলায় হয়তো চাপা পড়ে আছেন আরও অনেকে। চলছে উদ্ধারকাজ। আহতদের যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

ঠিক কী কারণে ঘটে গেল এমন দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের মতে, লিফটটি তৈরির সময়েই দুর্বল ভাবে বানানো হয়েছিল। ফলে, চাপ নিতে না পেরেই ঘটেছে এমন অঘটন। এই ঘটনার পরই প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশে। উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। মৃতের সংখ্যা বাড়তে পারে, জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

XS
SM
MD
LG