অ্যাকসেসিবিলিটি লিংক

সর্বোচ্চ ১ বছরের জন্য ডলার বুকিং নীতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক


বর্তমানে আমদানির জন্য ডলারের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৫ পয়সা। কেউ যদি ভবিষ্যতের জন্য ডলার বুক করতে চান, তাকে এক বছর পর ডলারপ্রতি ১২৩ টাকা দিতে হবে।
বর্তমানে আমদানির জন্য ডলারের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৫ পয়সা। কেউ যদি ভবিষ্যতের জন্য ডলার বুক করতে চান, তাকে এক বছর পর ডলারপ্রতি ১২৩ টাকা দিতে হবে।

ভবিষ্যতের প্রয়োজন মেটাতে, সর্বোচ্চ এক বছরের জন্য উচ্চ হারে একটি ডলার বুকিং নীতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, এক বছর পর ‘স্মার্ট’ রেট দিয়ে বর্তমান ডলারের দামের চেয়ে সর্বোচ্চ ৫ শতাংশ বেশি চার্জ নিতে পারবে কোনো ব্যাংক।

রবিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। নতুন নিয়মে এক বছর পর্যন্ত বুকিং দিয়ে ডলার রাখা যাবে। এ জন্য ক্রেতাকে বাড়তি টাকা দিতে হবে। এখন যে পদ্ধতিতে ঋণের সুদের হার নির্ধারণ করা হচ্ছে, তার মাধ্যমে বুকিং হার নির্ধারণ করা হবে।

বর্তমানে আমদানির জন্য ডলারের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৫ পয়সা। কেউ যদি ভবিষ্যতের জন্য ডলার বুক করতে চান, তাকে এক বছর পর ডলারপ্রতি ১২৩ টাকা দিতে হবে।

আবার বেড়েছে ডলারের দাম

আসন্ন জাতীয় নির্বাচনের আগে, ডলারের বিনিময় হারে বড় ধরনের পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্তের পরও সব ক্ষেত্রে ডলারের দর ৫০ পয়সা বাড়ানো হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন দর কার্যকর হয়েছে।

সম্প্রতি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছিলেন, “জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ ব্যাংক ডলারের বাজার বা বৈদেশিক মুদ্রার বাজার নিয়ে কোনো নীতিগত পরিবর্তন করবে না।”

এ সিদ্ধান্তের পরও সব ক্ষেত্রে ডলারের দর ৫০ পয়সা বাড়ানো হয়েছে। রপ্তানি ও প্রবাসীদের আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ১১০ টাকা এবং আমদানির ক্ষেত্রে ১১০ টাকা ৫০ পয়সা। রবিবার (২৪ সেপ্টেম্বর) ডলারের দর বাড়ানো হয়; সোমবার থেকে নতুন দর কার্যকর হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট মন্দার পর, ২০২৩ সালের মার্চ থেকে বাংলাদেশে ডলার সংকট স্পষ্ট হয়ে উঠে। এ সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক শুরুতেই ডলারের দাম নির্ধারণ করে। এতে সংকট আরো বেড়েছে। পরে, সেপ্টেম্বরের শুরুতেই ডলারের দাম নির্ধারণ থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক।

অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)-কে এ দায়িত্ব দেয়া হয়েছে। এরপর থেকে দুই সংস্থা যৌথভাবে রপ্তানি, রেমিট্যান্স আয় এবং আমদানি দায় পরিশোধের জন্য ডলারের মূল্য নির্ধারণ করে আসছে।

XS
SM
MD
LG