অ্যাকসেসিবিলিটি লিংক

নিজারে অভ্যুত্থানের পর ফ্রান্সের সাথে সম্পর্কে অবনতি ঘটায় ফরাসি রাষ্ট্রদূতের দেশত্যাগ


ফাইল ছবি- নিজারে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে, নিজারের নিয়ামে বিমানবন্দরে ফরাসি সাংবাদিক অলিভিয়ার ডুবোইসকে অভ্যর্থনা জানান। (২০ মার্চ, ২০২৩)
ফাইল ছবি- নিজারে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে, নিজারের নিয়ামে বিমানবন্দরে ফরাসি সাংবাদিক অলিভিয়ার ডুবোইসকে অভ্যর্থনা জানান। (২০ মার্চ, ২০২৩)

সামরিক সরকার তাকে বহিষ্কারের আদেশ দেওয়ার প্রায় এক মাস পরে, নিজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত বুধবার ভোরে দেশ ছেড়েছেন। এর কয়েকদিন আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কূটনীতিক এবং ফরাসি সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন।

জুলাইয়ে নিয়ামিতে সেনা কর্মকর্তারা ক্ষমতা দখলের পর থেকে, নিজার এবং এর সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সম্পর্ক ভেঙে পড়েছে। নিজারে ইসলামী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ফ্রান্স সেখানে তার সামরিক উপস্থিতি বজায় রেখেছিল।

“নিজারের স্বার্থের পরিপন্থী” ফ্রান্সের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় জান্তা আগস্টের শেষে ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়।

ফ্রান্স প্রথমে এই আদেশ উপেক্ষা করে সামরিক সরকারকে অবৈধ বলে তার অবস্থানে অটল থাকে। জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে পুনর্বহালের আহ্বানও জানায় তারা।

কিন্তু ম্যাক্রোঁ রবিবার রাষ্ট্রদূত এবং সৈন্যদের ফিরে যাবার ঘোষণা দেন।

নিজারের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইত্তে দেশ ছেড়ে চলে গেছেন। পরে প্যারিসে প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

XS
SM
MD
LG