অ্যাকসেসিবিলিটি লিংক

এশিয়ান গেমসে ৫০০০ মিটার দৌড়ে জাপানকে হারিয়ে সোনা জিতল ভারত


মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে সোনা নিয়ে এলেন ভারতের পারুল চৌধরী। ৩ অক্টোবর ২০২৩।
মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে সোনা নিয়ে এলেন ভারতের পারুল চৌধরী। ৩ অক্টোবর ২০২৩।

রবিবার ১ অক্টোবর এশিয়ান গেমসে ৩০০০ মিটার স্টিপিলচেজে সোনা পেয়েছিলেন ভারতের অবিনাশ সাবলে। দু'দিনের মাথায় মঙ্গলবার ৩ অক্টোবর মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে সোনা নিয়ে এলেন পারুল চৌধরী। সোমবার বেশ কয়েকটি পদক জিতেছে ভারত, কিন্তু সেই তালিকায় সোনা ছিল না। মঙ্গলবার সোনা পেলেন পারুল।

মহিলাদের ৫ হাজার মিটার দৌড়ে ভারতের তুরুপের তাস ছিলেন পারুল। শেষ পর্যন্ত ভারতবাসীকে হতাশ করেননি তিনি। দৌড়ের শুরুতেই অনেকটা এগিয়ে যান পারুল। জাপানের প্রতিযোগী রিরিকা হিরোনিকার সঙ্গেই মূলত পারুলের লড়াই ছিল। একটা সময় মনে হয়েছিল পারুলকে পিছনে ফেলে রিরিকা-ই সোনা জিতে নেবেন। রুপোতেই সন্তুষ্ট থাকতে হবে পারুলকে।

ফিনিশ লাইন থেকে মাত্র ৫০ মিটার দূরে যখন দুই প্রতিযোগী, তখনই নিজের দৌড়ের স্পিড বাড়ান পারুল। এই ৫০ মিটার ব্যবধানের মধ্যেই খেলার ফল পাল্টে দেন তিনি। জাপানের প্রতিযোগী রিরিকা-কে পিছনে ফেলে প্রথম ফিনিশ লাইন টাচ করেন পারুল। এদিন তিনি নিজের দৌড় শেষ করেন ১৫ মিনিট ১৪.৭৫ সেকেন্ডে।

৩০০০ মিটার দৌড়েও ভারতের বাজি ছিলেন পারুল। কিন্তু সোমবারের সেই ইভেন্ট দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি। তবে ৫০০০ মিটারে সোনা জেতার স্বপ্ন পূরণ হল পারুলের।
XS
SM
MD
LG