অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাশলেস সোসাইটির দিকে এগোচ্ছে বাংলাদেশ—টাকা পে কার্ড উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দুর্নীতি হ্রাস, উন্নয়ন ত্বরান্বিত করা এবং রাজস্ব আদায় সহজ করার লক্ষ্যে একটি ক্যাশলেস সমাজ গড়ে তুলতে চায়।

শেখ হাসিনা বলেন, “যখন আমরা ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে সক্ষম হব তখন তা দুর্নীতি হ্রাস করবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত এবং রাজস্ব আদায় সহজ হবে”।

বুধবার (১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে বাংলাদেশে প্রথমবারের মতো লোকাল কারেন্সি কার্ড ‘টাকা পে’ উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি সোনালী ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে অন্যের ওপর নির্ভরতা কমাতে বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে স্বাধীন ও সার্বভৌম হতে হবে।

তিনি নতুন চালু হওয়া ডেবিট কার্ডের প্রতিটি গ্রাহকের ডেটা সুরক্ষার ওপর জোর দেন।

শেখ হাসিনা বলেন, “আমি আশা করি এই নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা ভালোভাবে সুরক্ষিত থাকবে”।

তিনি বলেন, এই টাকা পে কার্ডটি বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

শেখ হাসিনা আরও বলেন, “আমরা অন্যের ওপর নির্ভরশীল থাকব না। আমরা আমাদের দেশে আমাদের অর্থ ব্যবহার করব, আমরা তাদের দেশগুলোর সঙ্গে এই সিস্টেমটি সংযুক্ত করার চেষ্টা করব। আমাদের কোনো একক হার্ড কারেন্সির ওপর নির্ভরশীল হওয়া উচিৎ নয়”।

উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংকের দুজন মুক্তিযোদ্ধা গ্রাহক টাকা পে কার্ড ব্যবহার করে সিটি ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করেন।

উল্লেথ্য, বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের কার্ড চালু করল বাংলাদেশ ব্যাংক। শুরু থেকেই দেশের সব এটিএম, পয়েন্ট অব সেলস এবং অনলাইন প্লাটফর্মে এই কার্ড ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে এটি ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করা হলেও ভবিষ্যতে টাকা পে ক্রেডিট কার্ডও আসবে।

এই কার্ডের নিরাপত্তার জন্য ম্যাগনেটিক স্ট্রিপ ব্যবহার করা হয়। কিন্তু এখন সব ব্যাংকের কার্ডে বাড়তি নিরাপত্তাসহ নতুন ইএমভি প্রযুক্তি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে ইএমভি প্রযুক্তির সঙ্গে টাকা পে কার্ডও চালু করা হবে।

প্যারিসভিত্তিক কনসালটেন্সি ‘ফাইম’ কার্ডটি তৈরি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক এবং বেসরকারি মালিকানাধীন সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক এই কার্ড ইস্যু করবে।

বাংলাদেশ ব্যাংক পরিচালিত ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্ম ‘দ্য ন্যাশনাল পেমেন্ট সুইচ অফ বাংলাদেশ’ ব্যবহারের মাধ্যমে ‘টাকা পে’ জাতীয়ভাবে একই সেবা প্রদান করবে।

‘ভিসা’ ও ‘মাস্টারকার্ডের’ মতো আন্তর্জাতিক কার্ড স্কিমের ওপর নির্ভরতা কমাতে এবং অতি প্রয়োজনীয় ইউএস ডলার সাশ্রয় করতে স্থানীয় মুদ্রা কার্ড ‘টাকা পে’ চালু করা হয়েছে।

বিদেশি ব্যাংক ও প্রতিষ্ঠান প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্ব করলে এটি বিদেশে ব্যবহার করা যেতে পারে। এতে বৈদেশিক মুদ্রার খরচ কমবে। কারণ বিদেশি কোম্পানিগুলোকে সার্ভিস চার্জ বাবদ অনেক অর্থ খরচ করতে হয়।

XS
SM
MD
LG