অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত: দুই রাষ্ট্র সমাধান


ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল ( প্রথম সারিতে, ডান থেকে ৫ম) এবং অন্যান্য কর্মকর্তারা স্পেনের বার্সিলোনায় ইউনিয়ন ফর দ্য মেডিটেরেনিয়ান ফোরামে গ্রুপ ফটো তুলেছেন। ২৭ নভেম্বর,২০২৩।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল ( প্রথম সারিতে, ডান থেকে ৫ম) এবং অন্যান্য কর্মকর্তারা স্পেনের বার্সিলোনায় ইউনিয়ন ফর দ্য মেডিটেরেনিয়ান ফোরামে গ্রুপ ফটো তুলেছেন। ২৭ নভেম্বর,২০২৩।

স্পেনের বার্সিলোনায় অনুষ্ঠিত আরব রাষ্ট্রগুলোর কর্মকর্তা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বৈঠকে উভয় পক্ষই এ ব্যাপারে সহমত পোষণ করেছে যে ফিলিস্তিনি –ইসরাইলি সংঘাতের জবাব হচ্ছে দ্বিরাষ্ট্রিক সমাধান।

তাঁরা বলেন হামাস নয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের গাজার শাসনভার গ্রহণ করা উচিৎ।

বার্সিলোনায় বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বরেল এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ইউ’র সকল সদস্য এবং যারা ঐ বৈঠকে এযাগ দিয়েছিলেন তাদের প্রায় সকলেই দ্বিরাষ্ট্রিক সমাধানের প্রয়োজনীয়তার ব্যাপারে একমত পোষণ করেন।

বরেল বলেন, “ ফিলিস্তিনি কর্তৃপক্ষের অবশ্যই নির্বাচন করা উচিৎ এবং শাসন ব্যবস্থার উন্নতি করা দরকার। গাজায় ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এটি হচ্ছে একমাত্র “টেকস্য সমাধান” যাতে “ক্ষমতার শূণ্যতা” এড়ানো যায়।

জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন ফিলিস্তিনি জনঘণকে সিদ্ধান্ত নিতে হবে কে তাদের শাসন করবে আর এই সংঘর্ষের পর গাজার প্রশাসন ব্যবস্থা সম্পর্কে যে কোন আলোচনায় পশ্চিম তীর ও গাজাকে অভিন্ন সত্ত্বা হিসেবে দেখতে হবে।

দুই-রাষ্ট্র সমাধানের মানে হচ্ছে ইসরাইলের পাশাপাশি পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ আল মালিকী বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের গাজায় ফিরে যাওয়ার কোন প্রয়োজন নেই। তিনি আরো বলেন, “ আমরাতো সেখানে সব সময়ই আছি। আমাদের ৬০,০০০ শ্রমিক রয়েছে সেখানে”। ২০০৭ সালে হামাসের বিরুদ্ধে ক্ষমতার লড়াইয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা ভূখন্ডের নিয়ন্ত্রণ হারায়।

ইসরাইল এই শীর্ষ বৈঠকে যোগ দেয়নি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান, আরব লীগ এবং ইসলামিক সহযোগীতা সংগঠনের একদল মন্ত্রীর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন।

XS
SM
MD
LG