অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে—আবহাওয়া অধিদপ্তর


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়। প্রতীকী ছবি।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়। প্রতীকী ছবি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বুধবার (২৯ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

পূর্বাভাসে বলা হয়, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে আরও তীব্র হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

XS
SM
MD
LG