অ্যাকসেসিবিলিটি লিংক

মেট্রোরেল: ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন ১৩ ডিসেম্বর থেকে চালু হবে


মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু ১৩ ডিসেম্বর চালু করা হবে। প্রতীকী ছবি।
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু ১৩ ডিসেম্বর চালু করা হবে। প্রতীকী ছবি।

ঢাকার আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিজয় সরণি স্টেশন দুটি বুধবার (১৩ ডিসেম্বর) চালু করা হবে। এই দুই স্টেশন চালু হলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মোট সাতটি স্টেশনের মধ্যে পাঁচটি স্টেশন জনসাধারণের জন্য উন্মুক্ত হবে।

আগে চালু হওয়া স্টেশনগুলো হলো- ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল। জানুয়ারির শুরুতে খোলা হবে শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালুর তিন মাসের মধ্যে তারা আরও দুটি স্টেশন চালু করতে যাচ্ছেন।

তিনি বলেন, তবে মেট্রোরেল কার্যক্রমের সময়সূচি দুটি স্টেশন চালুর পর পরিবর্তন করা হবে না। পূর্ববর্তী সময়সূচি অনুযায়ীই এটি চলবে।

এম এ এন সিদ্দিক আরও জানান, স্টেশনের লিফট ও সিঁড়ির কাজ এখনো শেষ না হওয়ায় শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন পরে চালু করা হবে।

এ বছরের ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের উদ্বোধন করেন।

পরদিন থেকে যাত্রীরা চলাচল করেছে। বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে।

XS
SM
MD
LG