অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা: ‘বাংলাদেশ ও কসোভো দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পারে’


গণভবনে বাংলাদেশে নিযুক্ত কসোভোর বিদায়ী রাষ্ট্রদূত গুনার উরেয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ ডিসেম্বর, ২০২৩।
গণভবনে বাংলাদেশে নিযুক্ত কসোভোর বিদায়ী রাষ্ট্রদূত গুনার উরেয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ ডিসেম্বর, ২০২৩।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ ও কসোভো পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পারে।

সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত কসোভোর বিদায়ী রাষ্ট্রদূত গুনার উরেয়া প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে আসেন। এসময় এ কথা বলেন শেখ হাসিনা।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান যে, প্রধানমন্ত্রী বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে।

বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করতে কসোভোর প্রতি আহবান জানান শেখ হাসিনা, জানান প্রেস সচিব ইহসানুল করিম।

রাষ্ট্রদূত গুনার উরেয়া উল্লেখ করেন যে কসোভোতে ১৯ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।

ইহসানুল করিম বলেন, কসোভোর রাষ্ট্রদূত গত ১৫ বছরে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ধন্যবাদ জানান।

XS
SM
MD
LG