অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: জাল ভোট হলে প্রিজাইডিং অফিসার বরখাস্ত হবেন, বললেন কমিশনার আহসান হাবিব


বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।
বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।

বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, কোনো কেন্দ্রে জাল ভোট হলে, সেই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হবে বলেও জানান তিনি।

শনিবার(৩০ ডিসেম্বর) যশোর জেলার শার্শা উপজেলায়, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। জানান, “৭ জানুয়ারির নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই।”

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানান কমিশনার আহসান হাবিব।

তিনি বলেন, “প্রার্থী যত শক্তিশালী বা দুর্বলই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। সবাই সমান, শতভাগ নিরপেক্ষতা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।”

আহসান হাবিব বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ৭ জানুয়ারির নির্বাচনে দৃষ্টান্ত স্থাপন করতে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

XS
SM
MD
LG