অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা বাংলাদেশের পণ্যের জিআই সনদের বিষয়ে সক্রিয় থাকার নির্দেশ দিলেন


প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ ফেব্রয়ারি, ২০২৪।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ ফেব্রয়ারি, ২০২৪।

বাংলাদেশের পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১১ ফেব্রয়ারি) সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন। পরে, এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে জিআই পণ্যের বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সবাইকে সক্রিয় হতে বলেছেন এবং বাংলাদেশের পণ্যের জিআই সনদ বিষয়ে উদ্যোগ নিতে বলেছেন।

এর আগে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর ও গোপালগঞ্জের রসগোল্লার জিআই সনদ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

ভারত সরকার টাঙ্গাইল শাড়িকে জিআই স্বীকৃতি দেয়ার পর জিআই সার্টিফিকেশনের বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে আসে।

ভারত সরকারের দাবি, টাঙ্গাইল শাড়ির মূল উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গ। এই খবর প্রকাশের পর, বাংলাদেশে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। উল্লেখ্য, টাঙ্গাইল বাংলাদেশের একটি জেলা এবং প্রাচীন জনপদ।

XS
SM
MD
LG