বাংলাদেশে চলতি বছরের (২০২৪) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশব্যাপী ৩ হাজার ৭০০ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না এবং শুধু হল সচিবই ইন্টারনেট সংযোগ ছাড়া সাধারণ ফোন সেট ব্যবহার করতে পারবেন।
পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্ন কোড ঘোষণা করা হয় বলে জানানো হয়েছে।
এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।
রাজধানী ঢাকায় এসএসসি ও দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের যেকোনো সমস্যা মোকাবিলায় 'কুইক রেসপন্স টিম' গঠন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।