অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু সহনশীল ফসল উৎপাদনে কাজ করছে বাংলাদেশ সরকার, জানিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী


সচিবালয়ে এসিআইএআর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. প্রতিভা সিং এবং মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ২২ ফেব্রুয়ারি, ২০২৪।
সচিবালয়ে এসিআইএআর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. প্রতিভা সিং এবং মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ২২ ফেব্রুয়ারি, ২০২৪।

উপকূলীয় এলাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জলবায়ু সহনশীল ফসলের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চের (এসিআইএআর) দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. প্রতিভা সিং মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তিনি তাঁকে এ কথা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রজেক্ট লিডার ড. মৃন্ময় গুহ নেওগি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাবের হোসেন চৌধুরী এসিআইএআরের সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, যেখানে প্রচলিত ফসল নষ্ট হয় সেখানেও লবণসহিষ্ণু ফসল অতি প্রয়োজনীয় খাদ্য ও আয়ের জোগান দিতে পারে।

তিনি আরও বলেন, লবণাক্ততা সহনশীল গম ও ডাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।

প্রতিভা সিং বলেন, এসিআইএআর জলবায়ু-সহনশীল ফসলের গবেষণা ও উন্নয়নে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা চ্যালেঞ্জিং পরিবেশে সাফল্য অর্জন করতে পারে।

তারা এসব প্রযুক্তির উন্নয়ন ও প্রসারে বাংলাদেশি অংশীদারদের সঙ্গে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান।

আলোচনাকালে লবণাক্ততার অনুপ্রবেশে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের কৃষকদের খাদ্য নিরাপত্তা ও জীবিকা উন্নয়নের উপায় অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া, জমিতে লবণসহিষ্ণু গম ও ডাল উৎপাদনে আরও গবেষণা ও ব্যাপক কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

XS
SM
MD
LG