অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামী বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আবার শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ


ইসলামী বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আবার শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ
ইসলামী বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আবার শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

বাংলাদেশের কুষ্টিয়ায় অবস্তিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বাসের সিটে বসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানান অভিযোগকারী শিক্ষার্থী।

এ ঘটনায় জড়িতদের শাস্তি চেয়ে শনিবার(২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম শাহাদাত হোসেন আজাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী আবু জাহেদ, ২০২০-২১ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। লিখিত অভিযোগে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসে উঠাকে কেন্দ্র করে জাহেদের সঙ্গে কথা কাটাকাটি হয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী রতন রায় ও রিহাব রেদোয়ানের।

তারা ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সমর্থক। এ নিয়ে একপর্যায়ে তারা তাকে মারধর করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসে বসে থাকা অবস্থায় রতন ও রিহাব তাকে মারধর করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

অভিযোগ অস্বীকার করেন রিহাব রেদোয়ান। তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, “ছাত্রলীগ কারো দায় নেয় না।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এম শাহাদাত হোসেন আজাদ বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের এক নবীন শিক্ষার্থীকে নির্যাতন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

এই ঘটনায় ভুক্তভোগী অভিযোগ করেছিলেন, ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সমর্থক শারীরিক শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুদাসসির খান কাফি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাগরের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী তাকে লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষে ডেকে নিয়ে নির্যাতন করে।

XS
SM
MD
LG