অ্যাকসেসিবিলিটি লিংক

হিজাব না পরায় মুন্সীগঞ্জে ৬ ছাত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে


বাংলাদেশে অনেক ছাত্রী হিজাব পরেন তবে সেটা বাধ্যতামূলক না। ফাইল ফটো।
বাংলাদেশে অনেক ছাত্রী হিজাব পরেন তবে সেটা বাধ্যতামূলক না। ফাইল ফটো।

মুন্সীগঞ্জের সিরাজদিখানের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজে হিজাব না পরায় সপ্তম শ্রেণির ৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে একই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা রুনিয়া সরকারের বিরুদ্ধে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, হিজাব না পরার কারণে হঠাৎ করে শিক্ষিকা রুনিয়া সরকার কাঁচি দিয়ে সপ্তম শ্রেণির ৬ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক জানান, হিজাব না পরার কারণেই চুল কেটেছে।

সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া ফরিদ আহমেদ বলেন, বিষয়টি আমি পরে জানতে পেরেছি। তিন অথবা চারজন মেয়ের সামান্য চুল কেটেছে, তবে হিজাব না পরার কারণে নয়। মেয়েরা একটু উশৃঙ্খলতা করেছে, এই কারণে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

XS
SM
MD
LG