অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ায় সামিট ফর ডেমোক্রেসি শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রবিবার, ১৭ মার্চ একটি গণতন্ত্র সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। সেখানে তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউলের সাথে দেখা করেন।

ব্লিনকেন দক্ষিণ কোরিয়া আয়োজিত তৃতীয় সামিট ফর ডেমোক্রেসি শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সম্মেলনটি সোমবার ১৮ মার্চ থেকে বুধবার ২০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চো এবং ব্লিনকেনের মধ্যে বৈঠক হবে এক মাসে দ্বিতীয়বার।

উত্তর কোরিয়ার হুমকির জবাবে তথাকথিত 'বর্ধিত প্রতিরোধ' কার্যকর করতে দুই দেশের ক্ষমতা উন্নত করার প্রচেষ্টা চলছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, 'আগামী প্রজন্মের জন্য গণতন্ত্র' থিম নিয়ে এই শীর্ষ সম্মেলনে আলোচনা করা হবে। সম্মেলনে অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতারাও অংশ নিচ্ছেন।


XS
SM
MD
LG