ইন্দোনেশিয়ার বানটেন প্রদেশের পান্ডেগ্লাং রিজেন্সিতে অবস্থিত তেলুক নামক একটি ছোট মাছ ধরার গ্রাম।
অপ্রত্যাশিত আবহাওয়া সেখানে উচ্চ জোয়ারের সৃষ্টি করেছে।
জলের স্রোতে বিভিন্ন রকমের আবর্জনা, যার বেশিরভাগই প্লাস্টিক এবং ঘরোয়া বর্জ্য, তীরে এসে জমা হয়ে বিশাল স্তূপে পরিণত হয়েছে।