অ্যাকসেসিবিলিটি লিংক

অবন্তিকার আত্মহত্যা: রিমান্ড শেষে কারাগারে প্রক্টর দ্বীন ইসলাম


দ্বীন ইসলামকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে পুলিশ। ১৯ মার্চ, ২০২৪।
দ্বীন ইসলামকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে পুলিশ। ১৯ মার্চ, ২০২৪।

বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে, এক দিনের রিমান্ড শেষে, দ্বীন ইসলামকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে পুলিশ। পরে, বিচারক মো. আবু বকর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (১৮ মার্চ) অবন্তিকার মায়ের দায়ের করা মামলায়, সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুইদিন ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, রবিবার (১৭ মার্চ) বিকালে ঢাকা মহানগর পুলিশের কাছে থেকে তাদেরকে গ্রহণ করে কুমিল্লা জেলা পুলিশের একটি দল।

শুক্রবার (১৫) মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা।আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদের মুখে, তাৎক্ষণিকভাবে সহকারী প্রক্টরকে অব্যাহতি এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়া, আইন অনুষদের ডিন মাসুম বিল্লাহকে আহ্বায়ক ও আইন কর্মকর্তা রঞ্জন কুমার দাসকে সদস্য সচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

XS
SM
MD
LG