সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র ওপর ভারতের নৌবাহিনী কড়া নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। জাহাজটিকে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
শনিবার (২৩ মার্চ) অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, ভারত মহাসাগরে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে, ভারতের নৌবাহিনী ইতিবাচক পদক্ষেপ নেবে।
এডেন উপসাগর, আরব সাগর ও লোহিত সাগরে ড্রোন বিধ্বংসী, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ও জলদস্যু বিরোধী আক্রমণে ভারতীয় নৌবাহিনীর অভিযানের ১০০ দিন সম্পর্কে কথা বলার সময় এ কথা বলেন তিনি।
অ্যাডমিরাল কুমার বলেন, আগে প্রতিদিন ৫৪ থেকে ৫৫ টি জলদস্যু বিরোধী জাহাজ থাকতো। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ থেকে ৬৫টিতে।
“ভারতের নৌবাহিনী তাদের কাজ সম্পর্কে খুব স্পষ্ট। ভারত মহাসাগর, আমাদের নামে নামকরণ করা হয়েছে। আমরা যদি ব্যবস্থা না নিই, তাহলে কে নেবে;” বলেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।