অ্যাকসেসিবিলিটি লিংক

তীব্র গরমে অতিষ্ঠ ঢাকাবাসী

গত কয়েকদিন থেকে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এখন তা অতি তীব্র তাপদাহে রূপ নিয়েছে। এ অঞ্চলে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশে বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় সোমবার থেকে ৭২ ঘণ্টা আবার ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ সংক্রান্ত সতর্কতা জারি করে।

আর্দ্রতা বেড়ে যাওয়ায় অস্বস্তি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে গত ১৯ এপ্রিল আবহাওয়া অফিস হিট অ্যালার্ট জারি করে।

এই গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়া প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতেও নিষেধ করছেন বিশেষজ্ঞরা।


XS
SM
MD
LG