তীব্র তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলের সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।সোমবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে সমাবেশ স্থগিত করার ঘোষণা দেয়া হয়।
রাজধানী ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা ছিলো। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান জানান, সমাবেশের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
এর আগে, সোমবার নয়াপল্টনের ভাসানী ভবনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সমাবেশ স্থগিত করার নিদ্ধান্ত হয়।
সভায়, তাপদাহের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় নাগরিকদের পাশে থাকার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। তবে, পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে, নয়াপল্টনে র্যালি ও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার বিষয়ে অবহিত করে, গত ২০ এপ্রিল ডিএমপি কমিশনারকে চিঠি দেয় বিএনপি।
বিএনপির ২৬ এপ্রিলের সমাবেশের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তাপ ছড়ায়। বিএনপির এই ঘোষণার পর, একই দিন রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ।
উল্লেখ্য, তীব্র তাপপ্রবাহের কারণে গত ১৯ এপ্রিল সারা দেশে হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস। সোমবার হিট অ্যালার্ট আরো তিন দিন বাড়ানো হয়েছে।