অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী ব্লিংকেন চীনের প্রেসিডেন্ট শি-র সঙ্গে সাক্ষাৎ করলেন

২৬ এপ্রিল, শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ সাক্ষাৎ করেছেন।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মতপার্থক্য নিরসনের গুরুত্বের উপর জোর দিয়েছেন ব্লিংকেন। কেননা উভয় পক্ষ বহু বিতর্কিত দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন।

সাম্প্রতিক কয়েক মাসে উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনা বৃদ্ধি পেয়েছে; যদিও মতপার্থক্যও বেড়েছে। ব্লিংকেন বলেন, রাশিয়া ও ইউক্রেনে তাদের আক্রমণে চীনের সমর্থন নিয়ে উদ্বেগের কথা শি-কে বলেছেন তিনি। পাশাপাশি, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, মানবাধিকার ও সিন্থেটিক ওপিওয়েড প্রিকার্সরের (এসওপি) উৎপাদন ও রপ্তানির মতো সমস্যাগুলি নিয়েও ব্লিংকেন উদ্বেগের কথা জানিয়েছেন। (এপি)


XS
SM
MD
LG