অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ


জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে, জিম্বাবুয়ের বিপক্ষে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, টসে হেরে শুরুতে ব্যাটিং নেয় বাংলাদেশ।

পরে, সব উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে বাংলাদেশ। এই লো স্কোরিং ম্যাচে, তানজিদ হাসান তামিমের হাফসেঞ্চুরি ও মুস্তাফিজুর রহমানের তিন উইকেট বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখে।

ওপেনার তামিম (৫২) ও সৌম্য সরকার (৪১) ১০১ রানের জুটির পর, ১৪৩ রানের মধ্যে ১০ উইকেট হারায় বাংলাদেশের ক্রিকেটাররা। জিম্বাবুয়ের হয়ে লুক জংউই নিয়েছেন ৩ উইকেট।

মাত্র ৪২ রানে সবকটি উইকেট হারানোর ব্যাটিং লাইনআপে, দুই ওপেনারের পর বাকি ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে সক্ষম হন কেবল তৌহিদ হৃদয় (১২)।

রান তাড়া করতে নেমে, জিম্বাবুয়ে জুটি গড়তে ব্যর্থ হয়। সিকান্দার রাজা ও জোনাথন ক্যাম্পবেল লড়তে শুরু করলেও, তাসকিনের পেস ও সাকিবের স্পিনে হার মানেন তারা।

ক্যাম্পবেল সর্বোচ্চ ৩১ রান করেন। আর রায়ান বার্ল ও ওয়েলিংটন মাসাকাদজা ১৯ রান করে যোগ করেন দলের স্কোরবোর্ডে।

শেষ ওভারে এসে ম্যাচে ক্লাইমেক্সের দেখা মেলে; তখন বল আর রান প্রায় কাছাকাছি। উইকেটও তখন শেষের দিকে। সাকিবের বোলিংয়ে, শেষ ওভারে ২ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে খেলার ইতি টানে জিম্বাবুয়ে। স্বল্প রানের জয় মেলে বাংলাদেশের।

আগামী ১২ মে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

XS
SM
MD
LG