অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপিয়ান সংসদ নির্বাচনে উগ্র ডানপন্থীদের সমর্থন বৃদ্ধি


ইউরোপিয়ান সংসদ নির্বাচনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তাঁর স্ত্রী ভোট দিচ্ছেন। ফটোঃ ৯ জুন, ২০২৪।
ইউরোপিয়ান সংসদ নির্বাচনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তাঁর স্ত্রী ভোট দিচ্ছেন। ফটোঃ ৯ জুন, ২০২৪।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থী দলগুলো তাদের আসন সংখ্যা বৃদ্ধি করেছে, যা ইইউর ভবিষ্যৎ রাজনৈতিক দিক-নির্দেশনায় অনিশ্চয়তা যোগ করেছে।

রবিবার বুথফেরত জরিপে বা এক্সিট পোলে দেখা গেছে, ৭২০ আসনের পার্লামেন্টে মধ্যপন্থী, উদারপন্থী ও সমাজতান্ত্রিক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও ২৮টি আসন হারাবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মারিন লে পেনের কট্টর ডানপন্থী দলের কাছে পরাজিত হয়েছেন।

ম্যাক্রো বলেন, ইইউ ফলাফল তার সরকারের জন্য মারাত্মক এবং এটি তিনি উপেক্ষা করতে পারেন না। তিনি তাৎক্ষনিক ফ্রান্সে জাতীয় নির্বাচনের ডাক দিয়েছেন।

লে পেনের ন্যাশনাল র‍্যালি পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলে অভ্যন্তরীণ বিষয়ে ম্যাক্রোর খুব একটা প্রভাব থাকবে না।

জার্মানির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানির দুই নেতা, অ্যালিস ভাইডেল এবং টিনো ক্রুপাল্লা বার্লিনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ফটোঃ ১০ জুন, ২০২৪।
জার্মানির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানির দুই নেতা, অ্যালিস ভাইডেল এবং টিনো ক্রুপাল্লা বার্লিনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ফটোঃ ১০ জুন, ২০২৪।

জার্মান চ্যান্সেলর ওলাফ শল্টজের জন্যও এটি ছিল একটি বেদনাদায়ক রাত।

তার সোশ্যাল ডেমোক্র্যাটরা তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল করেছে। তারা মূলধারার রক্ষণশীলদলগুলো এবং কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির হাতে ভুগছে।

এদিকে এক্সিট পোলে দেখা গেছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার অবস্থান শক্তিশালী করেছেন। তার কট্টর রক্ষণশীল দল ব্রাদার্স অফ ইতালি গ্রুপ শীর্ষে রয়েছে।

উরসুলা ফন ডার লেইন ইউরোপিয়ান পিপলস পার্টির দফতরে নির্বাচনের ফলাফলে আনন্দ প্রকাশ করছেন। ফটোঃ ৯ জুন, ২০২৪।
উরসুলা ফন ডার লেইন ইউরোপিয়ান পিপলস পার্টির দফতরে নির্বাচনের ফলাফলে আনন্দ প্রকাশ করছেন। ফটোঃ ৯ জুন, ২০২৪।

রবিবার উগ্র ডানপন্থীদের ভোট বৃদ্ধি সত্ত্বেও কেন্দ্রীয়ভাবে এক্সিট পোলে দেখা গেছে, মধ্য-ডানপন্থী ইউরোপিয়ান পিপলস পার্টি বা ইপিপি নতুন সংসদে সর্ববৃহৎ রাজনৈতিক জোট হিসেবে থাকবে। এমনকি তারা পাঁচটি আসন বেশি পেয়ে সংসদে ১৮৯ সদস্য পাঠাবে।

ফলাফল আসার সাথে সাথে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন নিজেকে চরমপন্থার বিরুদ্ধে ঢাল হিসেবে ত্বরিত উপস্থাপন করেন।

বিশ্লেষকরা ইউরোপজুড়ে জাতীয়তাবাদী দলগুলোর এই সাফল্যের জন্য মূল্যবৃদ্ধির বিষয়ে অসন্তোষ, অভিবাসন নিয়ে উদ্বেগ এবং সবুজ রূপান্তরের ব্যয়ের পাশাপাশি ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছেন।

রক্ষণশীলরা এখন তাদের বিজয়কে ইইউ নীতিতে প্রভাব বিস্তারে কাজে লাগাতে চাইবে।

ইউরোপীয় পার্লামেন্টের অভ্যন্তরে ডানপন্থীদের প্রভাব বৃদ্ধি পাবার ফলে নিরাপত্তা চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাব বা চীন এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে শিল্প প্রতিযোগিতা নিয়ে নতুন আইন পাস করা কঠিন করে তুলতে পারে।

XS
SM
MD
LG