অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন

২০ জুন, বৃহস্পতিবার পুতিন তার রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে একগুচ্ছ চুক্তিতে স্বাক্ষর করলেন। ইউক্রেনে সামরিক আক্রমণ নিয়ে রাশিয়া আন্তর্জাতিকভাবে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং তা কাটিয়ে উঠতে এশিয়াতে সম্পর্ক জোরদার করতে চাইছে মস্কো। সেই কারণে পুতিনের এই সফর।

দুই প্রেসিডেন্ট শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, তেল ও গ্যাস অনুসন্ধান, স্বাস্থ্য বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করতে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন।

ভিয়েতনামে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রের উপায় ও পদ্ধতি নিয়ে কাজ করতেও তারা সম্মত হয়েছেন। (এপি)

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।

👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7663969.html

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।


XS
SM
MD
LG