অ্যাকসেসিবিলিটি লিংক

কোটা আন্দোলনঃ মোবাইল ফোনের ফোর-জি সেবা চালু, বন্ধ থাকছে সামাজিক মাধ্যম

১৯:১৯ ২৪.৭.২০২৪

গণমাধ্যমে মৃতের সংখ্যা

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো তাদের বুধবারের (২৪ জুলাই) ছাপা সংস্করণে বলেছে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ১৯৭ জন মারা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে মৃতের সংখ্যা প্রায় ১৫০।

বার্তা সংস্থা এএফপি বলছে তাদের হিসাব অনুযায়ী ১৮৪ জন মারা গেছে।

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, “এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত নয়। তবে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সরকার প্রতিটি ঘটনার বিচার করবে।”

১৯:২৭ ২৪.৭.২০২৪

নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বুধাবার (২৪ জুলাই) সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে আবার সমস্যা সৃষ্টি করা ঠিক হবে না। আগে পরিবেশ তৈরি করা হবে। শিক্ষার পরিবেশ তৈরি হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে।’

বারবার আল্টিমেটামের ঘোষণা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে জানিয়ে নওফেল বলেন, ‘আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে আদালত রায় দিয়েছেন এবং রায় অনুযায়ী সরকার প্রজ্ঞাপন জারি করেছে।’

তিনি বলেন, 'বর্তমানে মূল দুশ্চিন্তার বিষয় এইচএসসি পরীক্ষা। ২৫ জুলাই অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।’

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত সব শিক্ষা বোর্ডের ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৮ জুলাই থেকে অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবারের অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।

মঙ্গলবার (২৩ জুলাই) বৈষম্য বিরোধী আন্দোলন চার দফা দাবী নিয়ে মঙ্গলবার ৪৮ ঘণ্টার নতুন আল্টিমেটাম দিয়েছে।

চার দফা দাবীর অন্যতম হলো ক্যাম্পাস ও হল খুলে দেয়া ও সেখান থেকে আইন-শৃঙ্খলা বাহিনী সরিয়ে নেয়া।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৯:৫৮ ২৪.৭.২০২৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মী সহ ১১০০ গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীসহ প্রায় ১১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১১০০ জনের মধ্যে শুধুমাত্র ঢাকায় ৫১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাকিদের গ্রেফতার করা হয়ছে ফরিদপুর, চাদপুর, বরিশাল, লালমনিরহার, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, পনচগোর, নাটোর, দিনাজপুর, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে।

গত সাত দিনে মোট গ্রেফতার ৩,০০০ ছাড়িয়েছে।

সারাদেশে কত মামলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ঢাকায় এরই মধ্যে পুলিশ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩৮টি মামলা দায়ের করেছে।

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশব্যাপী সহিংসতায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশব্যাপী সহিংসতা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করা হবে এবং মামলার ধরন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক।

২০:১২ ২৪.৭.২০২৪

আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদের খোঁজ মিলেছে

গত ১৯ জুলাই রাত ১১ টায় হাতিরঝিল মহানগর আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

বুধবার (২৪ জুলাই) নিজের ফেসবুকে পেইজে এক পোস্টে এই তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ পোস্টে বলেন, "আমি আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। গত ১৯ জুলাই রাত ১১ টায় আমাকে হাতিরঝিল মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয়ার জন্য চাপ দেয়া হয়। না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই চার/পাঁচদিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়।"

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, "আজ ২৪ জুলাই সকাল ১১ টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়। এখন আমি পরিবারের সাথে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো।"

মঙ্গলবার (২৩ জুলাই) বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যান্য সমন্বয়করা সাংবাদিকদের জানান ১৮ জুলাই থেকে আসিফ মাহমুদ নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের বাবা উপস্থিত ছিলেন।

আরও লোড করুন

XS
SM
MD
LG