(জাতিসংঘের) লোগোটা মোছা হয়নি, ভুলে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাছান মাহমুদ দাবী করেছেন সেনাবাহিনীর সাঁজোয়া যানে ভুলে জাতিসংঘের লোগো মোছা হয়নি।
বুধবার (২৪ জুলাই) বিদেশি কূটনীতিকদের নিয়ে সংঘর্ষে ধ্বংসের শিকার কয়েকটি স্থান পরিদর্শন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
জাতিসংঘের কোনো যান ব্যবহৃত হচ্ছে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যানগুলো শান্তিরক্ষা মিশনে ভাড়া দেয়া হয়েছিল। ভুলে লোগো মোছা হয়নি। সেই লোগোগুলো এখন মুছে দেওয়া হয়েছে, বলে যোগ করেন তিনি।
বাংলাদেশে কোটা-বিরোধী ছাত্র আন্দোলনের পটভূমিতে আইন শৃঙ্খলা রক্ষার কাজে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করার পর তাদের যানবাহন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ঢাকা থেকে পাওয়া সব ছবি এবং ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনী কয়েকটি সাদা রঙ-এর সাঁজোয়া যান (এপিসি) নামিয়েছে যেগুলো জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর এপিসির মত দেখতে।
জাতিসংঘের মুখপাত্র সোমবার (২২ জুলাই) অভিযোগ করেন যে, বাংলাদেশে সাম্প্রতিক ঘটনায় জাতিসংঘের প্রতীকসহ যানবাহন ব্যবহার করা হয়ে থাকতে পারে।
“আমাদের সহকর্মীরা যানবাহনে জাতিসংঘের প্রতীক ব্যবহার করার খরব পেয়েছেন,” স্টেফান ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন। “ এ বিষয়ে যে আমাদের গভীর উদ্বেগ রয়েছে এবং তা আমাদের সহকর্মীরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন।”
বেশির ভাগ ছবি এবং ভিডিওতে এপিসিগুলোতে জাতিসংঘের কোন প্রতীক দেখা যায় নি, বা সৈন্যদেরও শান্তিরক্ষীদের নীল হেলমেট বা অন্য কোন ইনসিগনিয়া পরিধান করতে দেখা যায় নি।
তবে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের একটি ভিডিওতে একটি সাদা রঙের এপিসিতে হাল্কা ভাবে ইংরেজিতে ‘ইউ এন’ অক্ষর দুটি দৃশ্যমান ছিল। ভিডিও থেকে নেয়া এই ছবি দেখে বোঝা যায় ‘ইউ এন’ চিহ্নের উপর সাদা রঙ করা হয়েছে কিন্তু সেটা জাতিসংঘের চিহ্নকে পুরোপুরি মুছে দেয় নি।
ডুজারিক ব্যাখ্যা করেন কেন তিনি বিষয়টির উপর জোর দিচ্ছেন। “জাতিসংঘের সৈন্য এবং পুলিশ দিয়ে সাহায্যকারী দেশগুলো কেবল তখনই জাতিসংঘের প্রতীক এবং সরঞ্জামগুলি ব্যবহার করবে, যখন তারা জাতিসংঘের শান্তিরক্ষা বা জাতিসংঘের রাজনৈতিক মিশনের অংশ হিসাবে কাজ করবে। এবং জাতিসংঘের কোনও মিশনে মোতায়েনের পরিপ্রেক্ষিতে বাধ্যতামূলক নির্দেশ পালন করবে একমাত্র তখনই”, তিনি বলেন।
রেল যোগাযোগ চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি: রেলওয়ের মহাপরিচালক
দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।
বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল শুরুর কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত
অনিবার্য কারণে দেশের সব শিক্ষা বোর্ডের ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সহিংসতার জেরে ১৮, ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
বিএনপির ২ নেতাসহ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেফতার
বিএনপির দুই নেতা, বরকত উল্লাহ বুলুর ছেলে ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে এ দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে তিনি আরও জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ব্যারিস্টার আন্দালিবকে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী গ্রেপ্তারের অংশ হিসেবে রাজধানীর পৃথক পৃথক স্থান থেকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম তেনজিং, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে সানিয়াতকে (রাজনীতিতে জড়িত নয়) গ্রেপ্তার করা হয়।
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে তিনি আন্দোলন চলাকালে পুলিশ ও আনসার সদস্যসহ যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।
সম্প্রতি বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
(এই প্রতিবেদন ইউএনবি থেকে নেয়া হয়েছে।)