কলকাতায় একজন শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে নিন্দা জানাতে একটি প্রতিবাদ মিছিল চলাকালীন সামাজিক কর্মী এবং ছাত্রদের স্লোগান দিতে দেখা যাচ্ছে। রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪।
গত মাসে কলকাতার রাষ্ট্রীয় হাসপাতাল আর জি করে ৩১ বছর বয়সী ডাক্তারের রক্তাক্ত দেহ পাওয়া যায়। তার পরের দিন থেকে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা এবং নিরাপত্তার অভাবের দীর্ঘস্থায়ী ইস্যুতে দেশব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে।
বর্তমানে ভারত জুড়ে চিকিৎসকদের পাশাপাশি হাজার হাজার সাধারণ নাগরিকদেরও ধর্মঘট এবং সমাবেশে যোগ দিতে দেখা যাচ্ছে।