বুধবার, ১৮ সেপ্টেম্বর ঢাকার ট্যানারিতে শ্রমিকরা কাজ করছে
চামড়া প্রক্রিয়াজাতকারীরা রাসায়নিক দিয়ে চামড়া স্প্রে করে শুকাতে দেয়, এটা চামড়া ট্যানিং প্রক্রিয়ার দুটি অংশ। অথবা, পশুর কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করে লেদার তৈরি করা।
চামড়া সংস্কার বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প এবং চামড়া দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত। (এএফপি)