বেদুইন সংস্কৃতির সংরক্ষণে সাহায্য করতে এক বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সে দেশের সংখ্যালঘু বেদুইন আরব ও অন্যান্য ইসরায়েলিরা উটের দৌড় করাচ্ছেন। শুক্রবার, ১ নভেম্বর।
ইসরায়েলে বর্তমানে প্রায় ২ লক্ষ ১০ হাজার বেদুইন আরব রয়েছেন। তারা ইসরায়েলের জনসংখ্যার প্রায় ২ শতাংশ।
সম্প্রতি এই আদিবাসীরা জানিয়েছে, ইহুদি-নেতৃত্বাধীন রাষ্ট্রে দশকের পর দশক ধরে তারা যে প্রান্তিকীকরণের শিকার হয়েছেন তা গাজায় যুদ্ধের ফলে আরও খারাপের দিকে গেছে। (এপি)