স্পেনে ঐতিহাসিক আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২০৫ জনে। আশঙ্কা করা হচ্ছে, আরও অনেকে নিখোঁজ। প্রাথমিক ধাক্কা ক্ষোভ, হতাশা ও সংহতির পরিসর তৈরি করেছে। শুক্রবার, ১ নভেম্বর।
মঙ্গলবার ও বুধবারের ঘূর্ণিঝড়ের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সুনামি-পরবর্তী সময়ের কথা স্মরণ করিয়ে দিয়েছে। নানা জিনিসের টুকরো ও অবশিষ্টাংশ তোলার জন্য জীবিতরা রয়ে গিয়েছেন; প্রিয়জনদের হারিয়ে তারা শোকে ভেঙে পড়েছেন। উল্লেখ্য, জীবন্ত স্মৃতিতে এটাই স্পেনের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়।
বহু গাড়ি ও ধ্বংসাবশেষ জমে থাকায় অনেক রাস্তা এখনও বন্ধ। কিছু ক্ষেত্রে বাসিন্দারা তাদের বাড়িতে আটকে পড়েছেন। (এপি)