অ্যাকসেসিবিলিটি লিংক

বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলা


ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যকার চলমান যুদ্ধে বৈরুতের পূর্বাঞ্চলীয় আরাউয়ায় ইসরায়েলি ড্রোন হামলার স্থানে একটি ক্রেন গাড়ির ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার সময় লেবাননের সেনারা পাহারা দিচ্ছে। ৭ নভম্বের, ২০২৪।
ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যকার চলমান যুদ্ধে বৈরুতের পূর্বাঞ্চলীয় আরাউয়ায় ইসরায়েলি ড্রোন হামলার স্থানে একটি ক্রেন গাড়ির ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার সময় লেবাননের সেনারা পাহারা দিচ্ছে। ৭ নভম্বের, ২০২৪।

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবারের হামলার মধ্যে লেবাননের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলি সামরিক বাহিনী লোকজনকে ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ জারি করার পরে এই হামলা সংঘটিত হয়।

বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা বৈরুতে হেজবুল্লাহর সদর দপ্তর ও সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে।

হেজবুল্লাহর নতুন নেতা বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তির আবেদন করতে বাধ্য না হওয়া পর্যন্ত তার বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে ১৩ মাস ধরে চলা সংঘর্ষে লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নাটকীয়ভাবে সহিংসতা বৃদ্ধি এবং ১ অক্টোবর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করার পর থেকে বেশিরভাগ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ।

গাজার উত্তরাঞ্চলে যেখানে ইসরায়েলি বাহিনী গত মাসে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে তাদের আক্রমণ জোরদার করেছে, জাতিসংঘ অনুমান করেছে সম্প্রতি সেখানে ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বুধবার সংবাদদাতাদের বলেন, “গাজার উত্তরাঞ্চলে আনুমানিক ৭৫ থেকে ৯৫ হাজার মানুষ অবস্থান করছে । গত এক মাসে সেখানে নিহতের সংখ্যা শত শত হবে বলে ধারণা করা হচ্ছে।”

ইতিবাচক সংবাদ হলো, মঙ্গলবার পোলিও টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বুধবার জাতিসংঘে ইউএনআরডব্লিউএ’র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি ২৮ অক্টোবর ইসরায়েলে দুটি নতুন আইন পাস করার পর আন্তর্জাতিক সমর্থনের আবেদন জানান। ওই আইনে ইউএনআরডব্লিউএ’কে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আগামী বছরের শুরুর দিকে এগুলো কার্যকর হওয়ার কথা রয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা বছরের পর বছর ধরে ইউএনআরডব্লিউর সমালোচনা করে অভিযোগ করেছেন যে, হামাস সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তাদের স্কুলগুলো ব্যবহার করে এবং ইসরায়েলবিরোধী পাঠ্যক্রম প্রচার করে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার পর এই বাগাড়ম্বর আরও জোরদার হয় এবং জানুয়ারিতে ইসরায়েল অভিযোগ করে যে, ইউএনআরডব্লিউ’র ১২ জন কর্মী এই হামলায় জড়িত ছিল। ওই কর্মীদের তৎক্ষণাৎ বরখাস্ত করা হয় এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়।

ভয়েস অফ আমেরিকার জাতিসংঘ সংবাদদাতা মার্গারিট বেশির এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG