অ্যাকসেসিবিলিটি লিংক

থ্যাংকসগিভিং ছুটির আগে টার্কিদের ক্ষমা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন

২৫ নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে হোয়াইট হাউসের দক্ষিণ লনে একটি ক্ষমা অনুষ্ঠানে জাতীয় থ্যাংকসগিভিং টার্কি, পীচ এবং ফুলকে ক্ষমা করলেন।

প্রতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থ্যাংকসগিভিং ছুটির আগে এক দশকের পুরনো ঐতিহ্যের অংশ হিসেবে টার্কিকে ক্ষমা করে দেন।

আমেরিকাতে থ্যাংকসগিভিং টার্কি ডিনার সাথে প্রতীকি ভাবে যুক্ত। তাই প্রেসিডেন্টের ক্ষমা প্রদান এদিন দয়ার একটি ক্ষুদ্র কার্যক্রম হিসেবে দেখা হয়। (এপি)


XS
SM
MD
LG