অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত মহাসাগরের সুনামির ২০ বছর পূর্তি

ভারত মহাসাগরের বিশাল জলোচ্ছ্বাস বা সুনামি আছড়ে পড়েছিল সংলগ্ন অঞ্চলে; আধুনিক ইতিহাসের এটাই ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা জনগোষ্ঠী সেই সুনামির ২০ বছর পূর্তিতে সমবেত হয়েছে। বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলের অদূরে এক শক্তিশালী ভূমিকম্প সুনামি ঘটিয়েছিল ২০০৪ সালের ২৬ ডিসেম্বরে। এর ফলে কয়েক ডজন দেশজুড়ে প্রায় ২ লক্ষ ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। সুনামির প্রভাব পূর্ব আফ্রিকার দেশগুলিতেও পড়েছিল।

প্রায় ১৭ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এবং এদের অধিকাংশই সবচেয়ে ক্ষতিগ্রস্ত চারটি দেশের বাসিন্দা। এই দেশগুলি হল ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত ও থাইল্যান্ড। (এপি)


XS
SM
MD
LG