অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়ুনের গ্রেফতারি বাতিল হওয়ায় দক্ষিণ কোরিয়াবাসীদের বিক্ষোভ

দক্ষিণ কোরিয়ার সোওলে প্রেসিডেন্সিয়াল ভবনের কাছে হাজার হাজার বিক্ষোভকারী সন্ধ্যায় সমবেত হয়েছে। এইদিন সকালে সে দেশের অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউলকে কর্তৃপক্ষ গ্রেফতার করতে ব্যর্থ হওয়ার পর এই বিক্ষোভ। শুক্রবার, ৩ জানুয়ারি।

ইয়ুনের বাসভবনের কাছে এক রাস্তায় পতাকা উড়িয়ে ও প্রতীক নিয়ে মিছিলকারীদের হাঁটতে দেখা গিয়েছে।

তদন্তকারীরা বলেছেন, শুক্রবার সকালে সোওলের কেন্দ্রস্থলে ইয়ুনের বাসভবন চত্বরের মধ্যে নাটকীয় ও উত্তেজনাপূর্ণ ছয় ঘন্টা ধরে অবরোধের সময়ে ২০০-র বেশি প্রেসিডেন্সিয়াল রক্ষী ও সৈন্য পাহারায় ছিল। (রয়টার্স)


XS
SM
MD
LG