ইটন ফায়ার নামে দ্রুত ধাবমান দাবানল দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৭ জানুয়ারি মঙ্গলবার ছড়িয়ে পড়ে, বাড়িঘর গ্রাস করে নেয়। ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।
লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ধনীদের এলাকায় প্রথমে দ্রুত বর্ধনশীল দাবানল ছড়িয়ে পড়ার পরে ইটন ফায়ার ছিল ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা দ্বিতীয় দাবানল।
দমকল কর্মীদের আগুনের বিশাল লেলিহান শিখার সাথে লড়াই করতে দেখা গেছে। জোরালো বাতাসে পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে ওঠায় অনেক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। (রয়টার্স)