এই সপ্তাহে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে অভিবাসন-প্রত্যাশীদের ডিঙ্গি নৌকায় একটি শিশু সন্তানের জন্ম হয়েছে। স্পেনের উদ্ধারকারী সংস্থা এ কথা জানায়। ৮ জানুয়ারি, বুধবার ।
৬ জানুয়ারি এই জলযানটি প্রথম দেখা যায়। সে সময় স্পেনে এপিফানি ছুটি চলছিল। এপিফানিতে স্থানীয় শিশুরা ঐতিহ্যগতভাবে থ্রি কিংসের কাছ থেকে উপহার পায়।
উপকুল রক্ষীদের জাহাজ এসে মা ও শিশুকে সুস্থ অবস্থায় পায়
নৌকাটিতে ১৪ জন নারী ও ৪ শিশুসহ মোট ৬০ জন আরোহী ছিলেন। (রয়টার্স)