অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের অভিষেকের প্রাক্বালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে প্রস্তুতির চিত্র

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনটি আসন্ন ২০ জানুয়ারি প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেকের জন্য প্রস্তুত করা হচ্ছে। রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫।

"দ্য প্রেসিডেন্টস ওন" ইউনাইটেড স্টেটস মেরিন ব্যান্ড ক্যাপিটল ভবনের সামনে সূর্যোদয়ের আগ মুহূর্তে মহড়া করতে এবং সেইসঙ্গে ভবনের পশ্চিম দিকের সামনের অংশে সারি সারি চেয়ার সাজানো অবস্থায় ও স্ট্যান্ড-ইনদের সঙ্গে অনুশীলন অনুষ্ঠিত হতেও দেখা যাচ্ছে।

এক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ করতে চলেছেন। ২০ জানুয়ারি তার স্থলাভিষিক্ত হবেন ডনাল্ড ট্রাম্প।

১৮৯০-এর দশকের পর থেকে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম নেতা যিনি অ-ধারাবাহিক মেয়াদে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।


XS
SM
MD
LG