বৃহস্পতিবার সকালে তাইওয়ানে একটি ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দ্বীপটিতে দফায় দফায় এর আগে আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে এটি সম্ভবত অদূর ভবিষ্যতে আরও ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে৷
সেন্ট্রাল ওয়েদার এজেন্সি এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে সবচেয়ে বড় ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০ টা ১১ মিনিটে, চিয়াই কাউন্টির দাপু শহরে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী তাইপে থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) দক্ষিণে, যেখানে ভবনগুলি সামান্য নড়েছিল।
এর আগে ২১ জানুয়ারী দাপুতে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই দাপুতে অন্তত এক ডজন ছোট ভূমিকম্প হয়। সে ভূমিকম্পে সামান্য আহত ১৫ জনকে হাসপাতালে নেয়া হয়। ভূমিকম্পে জনপথের একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে বৃহস্পতিবারের ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যদিও কেঁপে যাওয়া ভবনগুলো থেকে টাইলস এবং সাইনবোর্ডগুলো সরিয়ে ফেলার জন্য জরুরি কর্মীদের পাঠানো হয়েছে। নিরাপত্তা পরীক্ষার সময় দ্বীপের উত্তর-দক্ষিণের উচ্চ-গতির রেলে ট্রেন পরিষেবা ৭০ মিনিটের জন্য স্থগিত করা হয়েছিল এবং ধীরগতির ট্রেনগুলির গতিও হ্রাস করা হয়েছিল।
(এপি)