অ্যাকসেসিবিলিটি লিংক

​আফগানিস্তানে নির্বাচনের আগে বিদেশী মহিলা সংবাদিকের ওপরে হামলা



আফগান কর্মকর্তারা বলছে, দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগের সন্ধ্যায় এক পুলিশ বিদেশী দুজন মহিলা সংবাদিককে গুলি করেছে। ঐ ঘটনায় একজন নিহত হয় এবং আরেক জন আহত হয়েছেন।

পুরষ্কার বিজয়ী জার্মান আলোক চিত্র শিল্পী ৪৮ বছর বয়ষ্ক আনিয়া নিড্রিংহাউস এসোসিয়েটেট প্রেসের জন্য কাজ করতেন এবং এপি সংবাদ সংস্থার সংবাদিক ক্যাথী গেননের অবস্থা এখন ভাল।

কর্তৃপক্ষ বলছ, পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় কড়া পাহারা বেষ্টিত জেলা দপ্তরের ভেতরেই ঘটনাটি ঘটেছে এবং তার পরপরই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেসিডেন্ট এবং প্রদেশিক নির্বাচনে জনগণকে ভোট দিতে উতসাহিত করার লক্ষ্যে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

ভোট দাতার মনে করেন, “যে প্রার্থীই নির্বাচনে জয়লাভ করুক না কেন নির্বাচনে তারা একটি জিনিষই আশা করছে তা হচ্ছে নিরাপত্তা। এক ভোটদাতা বলেন “আমরা জানি যে দারিদ্র অবস্থার পরিবর্তন হবে না। আমরা কেবল মাত্র নিরাপত্তা চাইছি।”
XS
SM
MD
LG