অ্যাকসেসিবিলিটি লিংক

ঘূর্নিঝড় ফ্লরেন্সে এপর্যন্ত চার জনের প্রাণনাশ ঘটেছে


ঘূর্নিঝড় ফ্লরেন্স শুক্রবার ভোরে নর্থ ক্যারোলাইনার অতলান্তিক উপকূলে আঘাত হেনেছে। বলা হচ্ছে এই ঝড়ে প্রাণনাশের ঝুঁকি রয়েছে। এপর্যন্ত চার জনের প্রাণনাশ ঘটেছে। ইতিমধ্যে শহরের ভেতরে কয়েক মেইল পর্যন্ত বন্যার পানি ঢুকেছে। উপকূল এলাকায় প্রচন্ড বৃষ্টি সংগে হাওয়ার বেগও প্রবল আকার নিয়েছে। নর্থ ক্যারোলাইনার জাতিয় হারিক্যেন সেন্টার জানিয়েছে ফ্লোরিন্স রাইটসভিল সমুদ্র সৈকতের কাছাকাছি শহরে আঘাত হেনেছে।

বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১৫০ কিলোমিটারের মত। তবে হারিকেন ফ্লোরেন্সের গতি কমে এখন ১ ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়াবিদরা আশংকা করেছেন যে এই ঝড় মারাত্মক আকার ধারণ করতে পারে।

প্রায় ২০ লক্ষ জনগনকে বাধ্যতামূলক ভাবে অন্যএ সরিয়ে নেয়া হয়েছে। নর্থ ক্যারোলাইনার ৩লক্ষ ২১ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। শনিবার অব্দি ১৫০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

XS
SM
MD
LG