গ্রীসের সমুদ্র রক্ষী কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবার গ্রীসের দুইটি দ্বীপের অদূরে অভিবাসী বোঝাই দুটি নৌকো ডুবে যায়। উদ্ধার কর্মীরা এপর্যন্ত অন্তত ১৫ জনেরমৃত দেহ উদ্ধার করেছে। শীতকালীন প্রচণ্ড খারাপ আবহাওয়া সত্যেও ইউরোপে আশ্রয়ের চেষ্টায় অভিবাসীদের ঢল অব্যাহত রয়েছে। নিখোঁজ অভিবাসীদের উদ্ধার তৎপরতা এখনও চলছে।উপকূল রক্ষীরা জানিয়েছেন যে উত্তর এজিয়েন এলাকার ফার্মাকোনিসি দ্বীপে যে নৌকোটিডুবে যায় তার৪১ জন অভিবাসীকূলে উঠে আসতে সক্ষম হয়েছে।
অন্য আরেকটি ঘটনা ঘটে কালোলিমনোস দ্বীপের অদূরে। ঐ নৌকার ২৬ জন যাত্রী বেঁচে গিয়েছেন। এবং ৮জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিকঅভিবাসন সংস্থা জানিয়েছে যে ২০১৬ থেকেএ সপ্তাহের প্রথম দিক পর্যন্ত প্রায়৩১ হাজার ২৪৪ জন শরণার্থী সমুদ্র পথে গ্রীসে পৌঁছেছে যা গত বছরের তুলনায় অনেক বেশী।