অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে হাজার হাজার সূন্নীদের বিক্ষোভ



ইরাকব্যাপী হাজার হাজার সূন্নী সম্প্রদায়ের মানুষ প্রধানমন্ত্রী নূরী আল মালেকীর পদত্যাগের দাবীতে মিছিল করছে।

সর্বসাম্প্রতিক বিক্ষোভ শুরু হয় শুক্রবার জুম্মার নামাজের পর। ইরাকের সূন্নী অধ্যুষিত প্রধান এলাকাসহ ফালুজা, রামাদা, সামারাহ, মজুল এবং কিরকূকে বিক্ষোভ হয়।

বিক্ষোভ এখন প্রতি শুক্ররারেই হচ্ছে, ডিসাম্বর মাসে প্রথম আনবার প্রদেশে মিঃ মালিকি এবং তার সংখ্যাগুরু শিয়া সরকারের বিরুদ্ধের বিক্ষোভ শুরু হয়। সূন্নীরা বলছে, সরকারে তাদের সংখ্যা অত্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে।

তারা সরকারের নীতি পরিবর্তনের দাবি জানিয়ে বলেছ, সরকার সূন্নীদের বিরুদ্ধে বৈষম্য করছে এবং সন্ত্রাস বিরোধী ততপরতার আভিযোগে যে হাজার হাজার সূন্নীদের আটোক করা হয়েছে তাদেরও মুক্তির দাবী জানিয়েছে।
XS
SM
MD
LG